লালমনিরহাট সদর থানার ওসির বদলি জনিত বিদায় সম্বর্ধনা ।

মোঃ আলম, লালমনিরহাট জেলা প্রতিনিধি 

মিজানুর রহমানঃ লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহা আলম-এর বদলি জনিত বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে সদর থানা কমপ্লেক্সে।

সোমবার (১৮ জুলাই) বিকাল ৪টায় লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে,বাংলাদেশ প্রেস ক্লাব লালমনিরহাট জেলা শাখার আয়োজনে বিদায় জনিত সম্বর্ধনা দেওয়া হয়।বাংলাদেশ প্রেস ক্লাব লালমনিরহাটের নেতৃবৃন্দ এসময় ফুল দিয়ে বিদায় জানায় সদর থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ শাহলম কে।

সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ শাহলম আবেগ আপ্লুত হয়ে এসময় বলেন,আমার চাকুরীজীবনে ওসি হিসেবে প্রথম লালমনিরহাট সদর থানায় যোগদান করি,এটি আমার জন্য অত্যন্ত চ্যালেঞ্জ ছিল,সকলের সহযোগীতা নিয়ে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করেছি,লালমনিরহাট কর্মরত সকল সাংবাদিক ভাইয়েরা সহযোগীতা করায় আমার কাজ করতে সুবিধে হয়েছে এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। 

বিদায় সম্বর্ধনা আনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সভাপতি এস আর শরিফুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল বাদশা, প্রচার সম্পাদক মোঃমাসুদ রানা রাশেদ, প্রকাশনা সম্পাদক দুর্জয় রায়, নির্বাহী সম্পাদক সাধন চন্দ্র রায়, লাজু মিয়া, মোঃ আলম মিয়া প্রমুখ।

উল্লেখ্য যে, লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহা আলম ২০২০ সালের ২৬ আগস্ট লালমনিরহাট সদর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। তিনি আজ লালমনিরহাটের হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করার কথা রয়েছে।

এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -