
স্বাধীন নিউজ ডেস্ক
এটি আমাদের দেশের সর্বত্র একটি নৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে। বিবিধ কারণে লোড-শেডিং হয়ে থাকে। অপর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন এবং এর অপরিকল্পিত বন্টন লোড-শেডিং এর জন্য বেশি দায়ী। আজকাল আমাদের দেশে বিশেষ করে গ্রাম এবং শহরে লোডশেডিং একটি নিত্য ঘটনা । বিদ্যুৎ সরবরাহ লাইনের সরবরাহ কিছু সময়ের জন্য স্থগিত রাখাকে লোডশেডিং বলে । বর্তমানে দিনে এবং রাতে মাঝে মাঝেই বিদ্যুৎ চলে যায় । কখনাে কখনাে ঘণ্টার পর ঘণ্টা কোন কোন এলাকায় বিদ্যুৎ এর সরবরাহ বন্ধ থাকে। লােডশেডিং জনজীবনে অস্বস্তি সৃষ্টি করে। নানাবিধ কারণে লােড শেডিং হয়। আমাদের দেশে বড় বড় শহর এমনকি উপজেলাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অধিকান্তু দেশে প্রচুর নতুন নতুন শিল্প-কারখানা স্থাপন করা হচ্ছে। এসব শিল্প-কারখানায় প্রচুর বিদ্যুতের প্রয়ােজন হচ্ছে। ফলে প্রায়ই লােডশেডিং ঘটছে । তাছাড়া অবৈধ বিদ্যুৎ সংযােগ ও বিদ্যুতে ব্যবহৃত পুরাতন যন্ত্রপাতিও লােডশেডিংয়ের জন্য দায়ী। লােডশেডিংয়ের ফলে অফিস-আদালত ও ব্যবসা-প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটে। লােডশেডিং আমাদের অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলছে। এটার ফলে কল-কারখানার উৎপাদন কমে যাচ্ছে। কৃষকেরা মাঠে তাদের জমিতে পরিমিত পরিমাণে সেচ দিতে পারছে না। শিক্ষার্থীদের পড়ালেখায় ব্যঘাত ঘটছে। এক কথায় সর্বস্তরের মানুষই লােডশেডিংয়ের যন্ত্রণার শিকার হচ্ছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে দেশে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করতে হবে। বিদ্যুৎ ব্যবহারের ব্যাপারে আমাদেরকে তথা জনসাধারণকে মিতব্যয়ী হতে হবে।
লেখক:- আবুল হাসনাত সিরাজী