
মোঃ আলফাত হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সকল জল্পনা কল্পনা শেষে,আইনি জটিলতা কাটিয়ে অবশেষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৫নং কৈখালী ইউনিয়ন পরিষদের দুই দুই বারের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন শেখ আব্দুর রহিম।
জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় তাকে শপথবাক্য পাঠ করান সাতক্ষীরার মান্যবর জেলা প্রশাসক হুমায়ূন কবির।
চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, সত্যের জয় সব সময়ই হয়।২০২১ সালের এ ইউপি নির্বাচনের তৃতীয় ধাপের শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। উপজেলার সবকয়টি ইউনিয়নের মধ্যে নির্বাচিত সকল চেয়ারম্যানরা আগেই শপথ নিয়েছেন।
ওই নির্বাচনে আমাকে বিজয়ী ঘোষণা করা হলেও আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর করা মিথ্যা মামলায় কৈখালী ইউনিয়নের নির্বাচনের সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়।
এ নিয়ে নানা জটিলতা শেষে হাইকোর্টের নির্দেশে সত্য উদঘাটন হলো। মহান আল্লাহ্ সব কিছু পেছনে ফেলে আমাকে বিজয় এনে দিয়েছেন। এ বিজয় আমার নয়,কৈখালী ইউনিয়নবাসীর।