
শরনখোলা থানা প্রতিনিধি
বাগেরহাট জেলার শরনখোলা উপজেলায় মাছ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। মাছের দাম এতোই বেশি যে শুধু দেখে স্বাদ নেওয়া ছড়া কেনার সামর্থ্য নেই। শরনখোলা উপজেলার প্রানকেন্দ্র রায়েন্দা মাছের বাজারে গিয়ে দেখা যায় মাছের সরবরাহ প্রয়োজনের তুলনায় অনেক কম। মাছ বিক্রেতা মোঃ খোকন হাওলাদার বলেন মাছের সরবরাহ কম থাকায় বাজারে মাছ নেই। কারন হিসেবে তিনি বলছেন সমুদ্রে এবং সুন্দরবনে মাছ ধরায় অবরোধ চলছে তাই জেলেরা মাছ ধরতে পারছে না। এজন্য বাজারে মাছের সরবরাহ নেই বললেই চলে। তবে নদীতে অল্পকিছু পরিমানে ইলিশ মাছ সহ অন্যান্য কিছু মাছ জেলেদের জালে ধরা পড়ছে।তাও চাহিদার তুলনায় অনেক কম। তাই মাছের দাম অনেক বেশি।তবে সাগরে ও সুন্দরবনে মাছ ধরার অবোরধ উঠে গেলে বাজারে মাছের সরবারহ বাড়বে তখন আসাকরি মাছের দাম কমবে।মাছের বাজারে মাছের ক্রেতাদের সাথে কথা বলে জানা যায় মাছ শুধু দেখা ছাড়া কেনার আর কোন উপায় নেই। মাছের দাম এত বেশি তাই মাছ কেনা বন্ধ করে দিয়েছি। পোমা মাছের কেজি ৬০০ টাকা, ইলিশ মাছের কেজি ১৮০০টাকা, ছোট ইলিশ মাছের কেজি ৭০০ থেকে ৮০০ টাকা তাহলে বলুন আমরা কিভাবে মাছ কিনে খাই। ক্রেতাসাধারণ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন মাছের বাজারে দামের ব্যাপারে একটু তদারকি করার জন্য।