শরনখোলা উপজেলায় বঙ্গোপসাগরে মাছ ধরার প্রস্তুতি শেষ ট্রলার মালিক ও মৎস্য শ্রমিকদের।

শরনখোলা থানা প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার শরনখোলা উপজেলা সহ সারা বাংলাদেশে বঙ্গোপসাগরে ৬৫ দিন ইলিশ মাছ সহ অন্যান্য মাছ ধরার নিষেধাজ্ঞা দেওয়া হয়। ২৩/০৭/২০২২ রাত ১২ টা থেকে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। মৎস্য শ্রমিকরা তারা ব্যস্ত হয়ে পড়েছেন তাদের ট্রলারে সব উপকরন গুলো তোলার কাজে। বেশ কিছুদিন ধরে সাগরের মাছ ধরার জন্য থাকতে হবে তাই চাল,ডাল, জ্বালানিসহ নিত্য প্রয়োজনীয় সবকিছু ট্রলারে তোলার কাজে ব্যস্ত। মৎস্য শ্রমিকরা নতুন জাল এবং পুরাতন জাল সংরক্ষণের কাজে ব্যাস্ত সময় পার করছেন। এ যেন এক খুশির আমেজ বিরাজ করছে শরনখোলা উপজেলার একমাত্র মৎস্য বন্দর ২নং খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর মৎস্য বন্দরে। ট্রলারের মাঝি মোঃ শাহজাহান বলেন বঙ্গোপসাগরে ইলিশ মাছ সহ অন্যান্য মাছের প্রজনন সময় থাকায় বাংলাদেশ সরকার গত ২০/০৫/ ২০২২ থেকে ২৩/০৭/২০২২ তারিখ পর্যন্ত মোট ৬৫ দিন মাছ ধরায় অবরোধ দেন। ৬৫ দিন মাছ ধরার অবরোধ শেষে আমরা আশা করি বঙ্গোপসাগরে অনেক অনেক মাছ পাবো, বাকিটা আল্লাহ ভরসা। শরণখোলা উপজেলা থেকে খুব কমসংখ্যক ট্রলার মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে যাচ্ছে।

এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -