
শরীয়তপুর প্রতিনিধি
এবি এম জিয়াউল হক টিটু
শরীয়তপুর জেলায় ডামুড্যা উপজেলায় নদীর লঞ্চঘাট এলাকা থেকে অজ্ঞাত ভেসে আসা এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ডামুড্যা থানা পুলিশ সূত্রে জানা যায় শিশুটির বয়স সহ বিস্তারিত জানা যাবে, মেডিকেল রিপোর্ট আসার পরে। জাতীয় হেল্প ডেস্কের নম্বর ৯৯৯ থেকে খবর পেয়ে আমরা নবজাতকের মরদেহটি উদ্ধার করেছি।
শুক্রবার (১৮ আগস্ট) বিকাল তিনটায় ডামুড্যা পৌরসভার পুরোনো লঞ্চঘাট এলাকায় গোসল করতে নেমে পলিথিন ব্যাগের ভেতর মানব শিশুর মতো কিছু একটা দেখতে পায় স্থানীয়রা।
এরপর তারা জাতীয় হেল্প ডেস্কের ৯৯৯ নম্বরে খবরটি জানায়।
পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে এক নবজাতকের মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুটির বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি।
ডামুড্যা পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন মন্টু বলেন, পুরোনো লঞ্চঘাট থেকে লঞ্চে ওঠার সিঁড়ির সাথে এক নবজাতকের মরদেহ পাওয়া গেছে।
মানুষ যদি সচেতন না হয়, তাহলেই এ ধরণের ঘটনা ঘটে। এই ন্যাক্কারজনক ঘটনা যাতে আর না ঘটে সেজন্য সবাইকে সচেতন হতে হবে।
ডামুড্যা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ শরিফুল আলম বলেন, খবর পেয়ে নবজাতকের মহদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। ময়না তদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।