Logo
বৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০২৩ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আঞ্চলিক খবর
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইতিহাস ও ঐতিহ্য
  8. উন্নয়ণ
  9. করোনা
  10. কৃষিবার্তা
  11. ক্যাম্পাস বার্তা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গণমাধ্যম
  15. গল্প ও কবিতা

শরীয়তপুরে নড়িয়ায় এক প্রবাসীর স্ত্রী নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ

প্রতিবেদক
admin
অক্টোবর ১২, ২০২৩ ৪:০৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার
এবি এম জিয়াউল হক টিটু
নড়িয়া উপজেলায় ভোজেশ্বর ইউনিয়নে মালেশিয়া প্রবাসীর স্ত্রী তাকনুন আক্তারের (৩০) নিজ ঘরের বিদ্যুৎতের পাখার সাথে ওড়না সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে নড়িয়া থানা পুলিশ।
গতকাল বুধবার ১১/০৯/২০২৩ ইংরেজি মালেশিয়া প্রবাসী আনোয়ার হোসেন মুন্সী তার স্ত্রী তাকনুন আক্তার (৩০) পিতা মৃত রফিউদ্দিন বেপারী। পারিবারিক সুত্রে জানা জানা যায় বাদ মাগরিব তিনি ঘরে একাই অবস্থান করেছিলেন।মালেশিয়া প্রবাসী ও তাকনুন পরিবারে একটি মাত্র কন্য সন্তান রয়েছে আফরোজা আক্তার (১৪) তিনি প্রতিদিনের মতোই সন্ধার পরে পাশের বাড়িতে প্রাইভেট পড়তে গিয়েছিলেন।
পারিবারিক সুত্রে ও স্থানীয় সুত্রে জানা যায় আনোয়ার হোসেন তারা দুই ভাই দুজনেই প্রবাসী দুই ভাইয়ের মধ্যে ছোট ভাই ও তার স্ত্রী নিয়ে মায়ের সাথে ভিন্ন ঘরে বসবাস করেন। এবং আনোয়ার মুন্সীর স্ত্রী তার এক কন্যা সন্তান নিয়ে আলাদা নিজের ঘরে থাকেন।
বুধবার সকালে আনোয়ার হোসেনের মা একটু অসুস্থ হওয়া আনোয়ার মুন্সীর স্ত্রী তার শাশুড়ী কে চিকিৎসার জন্য ঢাকা পাঠিয়েছেন। দুই পরিবারের মাঝে ছোট ভাইয়ে স্ত্রী নেই, তাই তাকনুন আক্তার ছোট দেবরের দুই সন্তানকে দেখেশুনে রাখবেন বলে শাশুড়ী কে বলেছিলেন।
বুধবার সন্ধায় যার যার মতো যারা যার ঘরেই ছিলেন আনোয়ার মুন্সীর একমাত্র কন্যা প্রাইভেট শেষ করে ঘরে আসেন ৮,৩০ মিনিটে এবং দরজা ধাক্কা দেয় এবং মাকে বার বার ডাকেন কিন্তু তার মায়ের সারা মিলেনা।
পরে আফরোজা বারিন্দার দরজার নিচ দিয়ে ঘরের ভিতরে তাকালে দেখতে পায় তার মা ফ্যানের সাথে ঝুলে রয়েছে।এর পর চিৎকার দিলে বাড়ির লোোকজন ছুটে আসেন। তারপর উপস্থিত জনতা ঘরের পুর্ব পাশের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে জুলন্ত মরদেহ দেখতে পায়।
এ ঘটনায় স্থানীয় লোোকজন নড়িয়া থানায় বিষয় টি অবহিত করেন। এবং পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।এ ব্যাপারে নড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)হাফিজুর রহমান স্বাধীন নিউজকে জানান আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করি এবং ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানাতে পারবো।

সর্বশেষ - অপরাধ