
শরীয়তপুর প্রতিনিধি
এ বি এম জিয়াউল হক টিটু
শরীয়তপুর জেলায় নড়িয়া থানায় আজ তারিখ ৩/১২ ২০২২ মাদক অভিযান চালিয়ে দুইজন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে নড়িয়া থানা পুলিশ। যার মামলা নম্বর ২ গ্রেফতারকৃত দুইজন ১.টিপু রাড়ি বয়স (৩০) পিতা :গনি রাড়ি সাং দক্ষিন চাকধ নড়িয়া শরীয়তপুর, ২.নাছির ঢালী ( ৪০) পিতা মৃত লাল মিয়া শরিফ সাং সালধ নড়িয়া শরিয়তপুর। আজ দুপুরে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে ৭০পিচ ইয়াবা সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পরে দুইজনকে শরিয়তপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে নড়িয়া থানা অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান পরিচালনা চলছে এবং চলবে।