শরিয়তপুর প্রতিনিধি এবি এম জিয়াউল হক টিটু
শরিয়তপুর জেলায় বিভিন্ন জায়গায় অভিযান এর সময় ২ টি মটরসাইকেল উদ্ধার করা হয়।বুধবার (১১ মে) বেলা সারে ১১ টায় শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ের সংবাদ সম্মেলন অনুষ্ঠানে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন ও অর্থ) মোঃ সাইফুর রহমান পিপিএম।
আটককৃতরা হলেন, পালং থানার ঈমান হোনের খাঁ ছেলে আলমাছ খাঁ (২৫), এনামুল হক খাঁ ছেলে অপূর্ব (৩০), আবুল কাসেম ফকিরের ছেলে সুমন ফকির (২৬), সখিপুর থানা এলাকা থেকে জাহাঙ্গীর প্রধানের ছেলে সজিব (২০), নড়িয়া তানা এলাকার সিদ্দিক ফকিরের ছেলে সিয়াম ফকির (২০)। এসময় ডিসকভার ১১০ সিসি ও আটিআর ১৫০সিসির দুইটি মটরসাইকেল উদ্ধর করা হয়।
পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শরীয়তপুরে বিভিন্ন এলাকায় মটরসাইকেল চুরির প্রবণতা বেড়ে যায়। চোরের দল ধরার জন্য অভিযানে নামে পুলিশের একাধিক টিম। মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্যকে আটক করে। আটককৃতদের তথ্যমতে দুইটি চোরাই মটরসাইকেল উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পালং মডেল থানার ওসি আক্তার হোসেন, জেলা ডিবি পুলিশের ওসি ইলিয়াস হোসেন উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন ও অর্থ) মোঃ সাইফুর রহমান পিপিএম বলেন, জেলার মটরসাইকেল চুরির ঘটনা বেড়ে যায়। আমরা আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি। গতরাতে ৫ জন আন্তঃজেলা চোর আটক করা হয়। তাদের সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায় আসামীদের বিরুদ্ধে শরীয়তপুরসহ বিভিন্ন জেলায় মটরসাইকেল চোরের মামলা কোর্টে বিচারাধীন রয়েছে। তাদের তথ্যমতে ২ টি মটরসাইকেল উদ্ধার করা হয়।