
শরিয়তপুর থেকে
এবি এম জিয়াউল হক টিটু
শরীয়তপুরে কোটা পড়া ব্রিজের উত্তর পাসে ঢাকা শরীয়তপুর মহাসড়কের পাশেই নড়িয়া উপজেলার নসাসন ইউনিয়নের গাগ্রিজোরা,বাজারে তেল ও গ্যাসের দোকানে(২০জুন) রাত ৮টার সময় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গ্যাসসিলিন্ডার থেকে আগুন লাগতে পারে বলে জানান স্থানীয়রা, গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে সমস্ত আসবার পত্র পুরে যায় । পাশে দুটি দোকানেও ক্ষতি হয়েছে , এ ঘটনায় দোকান মালিক নুরুল ইসলাম গাজী আহত হয়ে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধিন আছেন। স্হানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, আমি পাশের দোকানে বসে ছিলাম হঠাৎ করে আগুন দেখে নিরাপদ দুরত্বে সরে যাই । পরবর্তীতে ফায়ার সার্ভিসের টিনটি ইউনিটিটের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে । স্থানীয় ব্যাবসায়ীরা বলেন গতকল্য অনেক তেল দোকানে আসে এতে করে প্রায় বিশলক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানান যায়।