শরীয়তপুর জাজিরার নাওডোবা ব্রীজ সংলগ্ন এলাকায় দ্রুত গতির যাত্রী বাহী বাসের ধাক্কায় নিহত ০১

 

শরীয়তপুর  থেকে
এবি এম জিয়াউল হক টিটু

শরিয়তপুর জাজিরার নাওডোবা এলাকায় মাক্রোবাসের এক যাত্রী নিহত সহ পাঁচ জন গুরুতর আহতর ঘটনা ঘটেছে।

২ই জুলাই বেলা ৩ টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, কুয়াকাটা থেকে ৮০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রাকরা নিউ অন্তরা ক্লাসিক।
পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৪-৮৯৫৮) বাসটি, পদ্মাসেতু দেখতে আসা  ১২ জন যাত্রী নিয়ে দাড়িয়ে থাকা।

মাক্রোবাসটি(ঢাকা মেট্রো-চ  ১৫-৫৮৭৩) কে দ্রুত গতিতে আসা বাসটি, পেছন থেকে ধাক্কামারে।এতে মাক্রোবাস যাত্রী আব্দুল হক (৫৫) ঘটনা স্থলেই নিহত হন। এছাড়া

মারাত্মকভাবে আহত ৫ জনকে স্থানীয়রা  উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছে।নিহত আব্দুল হক কিশোরগঞ্জের ভৈরব থানাধীন ছাগাইয়া এলাকার মৃত তোতামিয়ার ছেলে। নিহতকে শিবচর হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।পুলিশ ঘাতক বাসটিকে জব্দ করে পদ্মা সেতু দক্ষিন  থানায় নিয়ে গেছে।তবে বর্তমানে রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি শেখ মো. মোস্তাফিজুর রহমান জানান, নাওডোবা এলাকায় দাড়িঁয়ে থাকা একটি মাইক্রোবাসকে দ্রুতগতির যাত্রীবাহীবাস ধাক্কা মারলে ঘটনা স্থলেই এক ব্যক্তি নিহত হয়েছে। বাস ও নিহত ব্যক্তি শিবচর হাইওয়ে থানা পুলিশের হেফাজতে আছে।
শিবচর হাইওয়ে থানার ওসি গাজী মো. শাখাওয়াত হোসেন বলেন, কুয়াকাটা থেকে ঢাকাগামি একটি যাত্রীবাহীবাস, ঘুরতে আসা দাড়িঁয়ে থাকা মাক্রোবাসকে ধাক্কামারে, এতে ঘটনা স্থলে এক ব্যক্তি নিহত হয়। বাস ও নিহত ব্যক্তি আমাদের জিম্মায় রয়েছে। মামলা সহ আইগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -