
তাসদিকুল হাসান, জবি প্রতিনিধি
শরীয়তপুর ম্যাথ সার্কেল এর বিভিন্ন উপজেলা প্রতিনিধি ও টিম মেম্বারদের নিয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় এবং আসন্ন দ্বিতীয় শরীয়তপুর ম্যাথমেট্যিকাল অলিম্পিয়াড ২০২২ কে সফল করার লক্ষ্যে জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা বিনিময় শেষে আলোচনা সভায় সংগঠনটির প্রতিষ্ঠাতা এবং সভাপতি ডি.এম জাহিদুল ইসলাম বলেন, শরীয়তপুর ম্যাথ সার্কেল শরীয়তপুর জেলায় গনিত এবং বিজ্ঞান ভীতি দূর করতে সেমিনার, ওয়ার্কশপ কিংবা ম্যাথ ক্যাম্প করতে প্রস্তুত,শরীয়তপুরের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আমাদের প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রত্যাশা করি, এছাড়া তিনি ম্যাথ ক্যাম্প ও ইভেন্ট সফল করার জন্য গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক আলোচনা করেন। শরীয়তপুর ম্যাথ সার্কেল এর সাধারন সম্পাদক আব্দুল্লাহ সাগর বলেন, আমাদের কম্পিটিশনে অংশগ্রহনের জন্য শরীয়তপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪ টি ক্যাটাগরীতে ইতিমধ্যে ৭০০ জন শিক্ষার্থী রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছে। বিভিন্ন প্রতিষ্ঠানে ম্যাথ ক্যাম্প সম্পন্ন করে সেপ্টেম্বর ২০২২ এর শেষ সপ্তাহে কম্পিটিশন টি অনুষ্ঠিত হবে, সংগঠনটির সাংগঠনিক সম্পাদক লাবন্য বলেন, আমাদের ক্লাবের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের গনিত ভীতি দূর করা, তাদেরকে জাতীয় এবং আন্তর্জাতিক ম্যাথ কম্পিটিশন সম্পর্কে অবগত করা ও প্রস্তুতি নিতে সাহায্য করে, যা ইতিমধ্যে আমরা অনেকাংশে করতে পেরেছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের পূর্ন সহযোগিতা পেলে আমাদের কার্যক্রম কে সফল করা সহজ হবে। শরীয়তপুর ম্যাথ সার্কেল এর ট্রেজারার ও জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মনকার আবেদিন বলেন এখন আমাদের নিজস্ব ফান্ডিং এর মাধ্যমে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি, সমাজের শিক্ষানুরাগী, সমাজ সেবক এবং বিত্তশালীদের সহযোগিতা পেলে আমাদের কার্যক্রমকে আরো দ্রুত ও ব্যাপক পরিসরে চালিয়ে যাওয়া সম্ভব হবে। উল্লেখ্য শরীয়তপুর ম্যাথ সার্কেল ২০২১ সালে প্রতিষ্ঠিত হয় জেলাব্যাপী ম্যাথ কম্পিটিশনের আয়োজন করার লক্ষ্য নিয়ে। ক্লাবটির প্রধান উপদেষ্টার দায়িত্বে আছেন জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. তালুকদার লোকমান হাকিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গনিত বিভাগের সহকারী-অধ্যাপক জনাব হযরত আলী, জেড এইচ সিকদার ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও গনিতের সহকারী-অধ্যাপক জনাব অহেদুজ্জামান, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়্যারমান ও সহকারী-অধ্যাপক জনাব সনেট কুমার সাহা, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী-অধ্যাপক জনাব আফসার উদ্দিন, শহীদ সিরাজ সিকদার ডিগ্রি কলেজের সহকারী-অধ্যাপক জনাব মোতালেব মাঝি।