
ইসলাম ডেস্ক
ইসলাম হচ্ছে শান্তির ধর্ম
পালন করাটাই মুসলমানের কর্ম।
নামাজ রোজা আদায় করো
আল্লাহ রাসূলের নাম ধরো।
অসতীদের সঙ্গ ছাড়ো
সঠিক মাত্রায় জীবন গড়ো।
ভুলে যাও ভুবনের মায়া
সঙ্গে রেখো ইসলামের ছাঁয়া।
জীবন থেকে দূর করো
ইবলিশ শয়তানের ধোঁয়া।
পৃথিবী এক স্বপ্নের আসর
লাভ হবে না, সাজাইয়া ঘর।
ইসলামের আইন মতে চললে
সমাজে পাবে শান্তি।
সঠিকভাবে করলে পালন
তবে বুঝবে ইসলামের মর্ম।
সবাইকে উপদেশ দেবো
ইসলামের মতে জীবন গড়ো।
পৃথিবীর রঙে নিজেকে করোনা রঙিন
ইসলামের রঙে নিজেকে করো রঙিন।