
উৎফল বড়ুয়া
বান্দরবান পার্বত্য জেলার মেঘলা পর্যটন চাকমাপাড়ায় শাসনমিত্র বৌদ্ধ অনাথ আশ্রম ভিত্তিপ্রস্তর উপলক্ষে সারানাথ বৌদ্ধ বিহার মিলনায়তনে গত ১ জলাই ২০২২ শুক্রবার প্রথম পর্বে অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠান এবং দ্বিতীয় পর্বে ১০ জন বুদ্ধ কূলপুত্রকে প্রব্রজ্যা প্রদান ও অনাথআশ্রম’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
ভদন্ত সুমঙ্গল মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন শাসনমিত্র বৌদ্ধ অনাথ আশ্রম এর প্রতিষ্ঠাতা ভদন্ত প্রজ্ঞামিত্র ভিক্ষু, আশীর্বাদকের আসন অলংকৃত করেন সারানাথ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও পরিচালক ভদন্ত জয়সেনইন্দ্রিয় থেরো, ধর্মদেশনা করেন ভদন্ত জ্যোতিবিপুলানন্দ ভিক্ষু। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব’র সমাজ কল্যাণ সম্পাদক লায়ন উজ্জল কান্তি বড়ুয়া, সংবর্ধিত অতিথি ছিলেন লায়ন ইন্দ্রসেন বড়ুয়া, বিশেষ অতিথি ছিলেন ভূষণ কুমার বড়ুয়া। অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা করেন প্রতিরঞ্জন চাকমা, ধন্যবাদ জ্ঞাপন করেন শিক্ষক টুংকুমনি চাকমা। অনাথ আশ্রমের শুভ ভিত্তি প্রস্থর করেন বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া। এছাড়া উপস্থিত ছিলেন রুপায়ন বড়ুয়া, সাজু বড়ুয়া, রাহুল বড়ুয়া, রাজকুমার বড়ুয়া, তপু বড়ুয়াসহ বান্দরবান চাকমাপাড়ার প্রমূখ বৌদ্ধ জনগোষ্ঠী।