শিক্ষক নির্যাতন বন্ধ না হলে শিক্ষাপ্রতিষ্ঠান অচল হয়ে যাবে

নিজস্ব প্রতিবেদক

শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেছেন, সারাদেশে শিক্ষক হত্যা, নির্যাতন ও হয়রানির জন্য শিক্ষক সমাজ নিরাপত্তাহীন। সরকারি দলের লোকেরা শিক্ষা প্রতিষ্ঠান চালায়। তাই দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের শেষ প্রান্তে। শিক্ষকদের পেটানো ও হয়রানির বিচার এ সরকার করবে না। শিক্ষক হত্যা, হয়রানি, নির্যাতন বন্ধ না হলে শিক্ষা প্রতিষ্ঠান অচল হয়ে যাবে।

শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক কর্মচারী ঐক্যজোট ও প্রফেশনালস মুভমেন্ট অব বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম ভূঁইয়া বলেন, বিদ্যুৎ সেক্টরে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির কারণে আজ বিদ্যুৎ পাচ্ছে না জনগণ। এই সরকার অবৈধভাবে ক্ষমতায় এসেছে। নির্বাচনের পূর্বে বলেছিল ঘরে ঘরে বিদ্যুৎ দেবে। এখন ঘরে ঘরে বিদ্যুৎ নেই। ১ ঘণ্টা লোডশেডিংয়ের কথা বলে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। কুইক রেন্টালের মাধ্যমে জনগণের টাকা হাতিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। অবৈধ সরকারের মন্ত্রী, এমপি ও দলীয় নেতাদের দুর্নীতিতে দেশ আজ ঋণ ভারে জর্জরিত।

তিনি অবৈধ সরকারকে ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, রিজার্ভে আর মাত্র ৪ মাসের মত আমদানি ব্যয় মেটানো যেতে পারে। শ্রীলঙ্কার অবস্থা হলে সরকার পালিয়েও বাঁচতে পারবে না।

বিক্ষোভ কর্মসূচির শেষ পর্যায়ে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি পুলিশি বাধায় কদম ফোয়ারায় পৌঁছে শেষ হয়।

সংগঠনের চেয়ারম্যান ও আহ্বায়ক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আমিনুল হক, মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মো. দেলোয়ার হোসেন, বিশিষ্ট সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী, অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যাপক আলমগীর হোসেন প্রমুখ।

এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -