স্টাফ রিপোর্টার,ফজলে আলী ঃ
শিক্ষার্থীদের জন্য গণ পরিবহনে ভাড়ার মধ্যে কত ছাড় হলে ক্ষতি নেই, তা ৭ দিনের মধ্যে আলোচনা করে যৌক্তিক প্রস্তাব দিতে মালিকপক্ষকে নির্দেশ দিয়েছে বি আর টি।বিকালে বিআরটি কার্যালয়ে শিক্ষার্থীদের হাফ ভাড়া ইস্যু তে মালিক পক্ষের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহনের সচিব এই নির্দেশ দেয়।
সচিব আরো বলে,এই সাত দিনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে ভাড়া ছাড়রের প্রস্তাব দিবে শিক্ষামন্ত্রনালয়। এ সময় তিনি শিক্ষার্থীদের কে আন্দোলন থেকে সরে আসার অনুরোধ করে।
এর আগে বিকালে সড়ক পরিবহন মালিক সমিতির এর সভায় মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েত উল্লা বলেন, বেসরকারি খাতে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার কোন সুযোগ নাই।