শিক্ষার্থীদের টিফিনের টাকায় বৃক্ষ রোপন

0
61

 

ফারিয়াজ ফাহিম
স্বাধীন নিউজ, জামালপুর প্রতিনিধি।

জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের খাস হাসিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিনের টাকায় বৃক্ষ রোপন করা হয়েছে। সোমবার সকালে খাস হাসিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাপ্তাহে একদিনের টিফিনের টাকা ও বিদ্যালয়ের কতৃপক্ষের অনুদানের টাকা দিয়ে বৃক্ষ রোপন করা হয়।
গাছ বাঁচলে মানুষ বাঁচবে,তাই বিদ্যালয়ে শিক্ষার্থীরা তাদের টিফিনের টাকা দিয়ে দেশে বাঁচনোর জন্য এ উদ্যোগ গ্রহন করেন।
এ মহৎ উদ্যোগে উপস্থিত ছিলেন জামালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন, বিদ্যালয়ের সভাপতি ও জসিমউদদীন পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা পরিচালক শহীদুল্লাহ্ কায়সার ফারুক ও খাস হাসিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।
এসময় বিদ্যালয়ের সভাপতি শহীদুল্লাহ কায়সার ফারুক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ মহৎ উদ্যোগ ও দেশে কল্যাণে কাজ করা জন্য বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ মহৎ উদ্যোগ দেখে তিনি বললেন একদিন তোমরা দেশগড়বে ও জাতীয়কে বাঁচাবে।এ ধরনের মহৎ কাজগুলো চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেন।।