শুক্রবার বিশ্ব অ্যাথলেটিকসে দৌড়াবেন ইমরানুর

বিশেষ সংবাদদাতা |

১৪ থেকে ২৫ জুলাই যুক্তরাষ্ট্রের ওরিগনে অনুষ্ঠিত হবে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান অংশ নেবেন এই চ্যাম্পিয়নশিপে। লন্ডন প্রবাসী এই বাংলাদেশি ১২ জুলাই পৌঁছেছেন যুক্তরাষ্ট্রে।

শুক্রবার রাত দেড়টায় তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে দৌড়াবেন ১০০ মিটার স্প্রিন্টে।

গত জানুয়ারিতে প্রথমবারের মতো জাতীয় অ্যাথলেটিকসে অংশগ্রহণ করেছিলেন যুক্তরাজ্যপ্রবাসী ইমরানুর রহমান। বনানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার বাংলাদেশ সেনাবাহিনীর জার্সিতে ১০০ মিটার স্প্রিন্টে প্রথম হয়েছিলেন তিনি।

সেবার ২২ বছরের রেকর্ড ভেঙেছেন তিনি। ইলেকট্রনিক স্কোরবোর্ডে ১০.৫০ সেকেন্ডে দৌড় শেষ করেছেন ২৮ বছরের এই অ্যাথলেট। ইলেকট্রনিক স্কোরবোর্ডে এটাই বাংলাদেশের রেকর্ড টাইমিং।

১৯৯৯ সালে প্রয়াত মাহাবুব আলম ১০.৫৪ সেকেন্ডে ১০০ মিটার দৌড়েছিলেন। দেশে হ্যান্ড টাইমিংয়ের রেকর্ড ইসমাইলের, ২০১৯ সালে ১০.২০ সেকেন্ডে দৌড় শেষ করেছিলেন তিনি।

এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -