লাথিমার
লাথিমার ভাংরে দুয়ার
ছিঁড়ে ফেল শিকল তালা
অভিনব সব ফাঁদের ডেরা
ছুঁড়ে দে নর্দমাতে।
ওরে ও যুব সমাজ জেগে উঠ
লম্ফ দিয়ে
সঁপে দে হৃদয় মন যৌক্তিকতার
আন্দোলনে,
কাঁটাতারে লাশ ঝুলে ঐ
ফেনী নদীর রক্ত স্রোত
রবে কতকাল সংগোপনে
এবার তবে হোক প্রতিবাদ।
রাজপথে দেখ রক্ত ঝরে
বন্দি করে অনিয়মে,
যুবক তুমি রইলে বসে
এবার তুমি উঠে দাঁড়াও
লাথিমার ভাংরে দুয়ার
ছিড়ে ফেল শিকল তালা।