শোক দিবস উপলক্ষে “প্রিয় মাতৃভূমি জামালপুর ” গ্রুপের উদ্যোগে দোয়া মাহফিল ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ  

0
80
ফারিয়াজ ফাহিম 
স্বাধীন নিউজ, জামালপুর প্রতিনিধি। 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে “প্রিয় মাতৃভূমি জামালপুর ”গ্রুপের উদ্যোগে দোয়া মাহফিল ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।
আজ বিকালে বুলবুল  জেনারেল হসপিটালে, বুলবুল জেনারেল হসপিটালের প্রতিষ্ঠাতা  ও প্রিয় মাতৃভূমি জামালপুর গ্রুপের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম(বুলবুল) এর প্রধান অতিথির বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
কর্মসূচি শুরুতেই ১৫ আগস্ট নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সংক্ষিপ্ত আলোচনার পর শহীদদের স্মরণে দোয়া পাঠ ও মোনাজাত  করা হয়।
সর্বশেষ শোক দিবস উপলক্ষে স্থানীয় পথশিশু দের মাঝে খাদ্য বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রিয় মাতৃভূমি জামালপুর গ্রুপের উপজেলার বিভিন্ন সেক্টরের সম্মানিত এডমিন, পরিচালক, মডারেটর ও সকল সদস্যবৃন্দ।।