জ্যেষ্ঠ প্রতিবেদক
১ মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। শ্রমিকদের সম্মানে বিশ্বব্যাপী দিনটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলন ও শ্রম অধিকার আদায়ের দিন হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। বিশ্বের প্রায় ৮০টির মতো দেশে মে দিবস জাতীয় ছুটির দিন। অথচ যে শ্রমিকদের সম্মানে এ দিবস, সেই শ্রমিকদেরই অনেকে দিনটির ইতিহাস সম্পর্কে কোনো ধারণাই রাখেন না।
মে দিবসের দিন সকালে রাজধানী ঢাকার বিভিন্ন মোড়ে একাধিক রিকশা শ্রমিকের সঙ্গে কথা হয়। তারা জানিয়েছেন, শ্রমিক দিবস সম্পর্কে তারা কিছু জানেন না। এমনকি জানার প্রয়োজনও মনে করেন না। প্রতিদিনই তাদের কাজ করেই পরিবারের খাবার যোগান দিতে হয়। তারা মনে করেন, শ্রমিকের জন্য সব দিনই শ্রমের।
এ বছর ঈদের আগ মুহূর্তে মে দিবস হওয়ায় দিনটি পালনে তেমন আড়ম্বরপূর্ণ কোনো আয়োজন নেই। রাজধানীর কোথাও কোথও সরকারি দু-একটা ব্যানার ছাড়া আর কিছু চোখে পড়েনি। মূলত, শ্রমিকরাও এখন ব্যস্ত ঈদ ঘিরে। ফলে তারাও এ বছর মে দিবস পালনের বিশেষ প্রস্তুতি নিতে পারেননি।
রাজধানী আগারগাঁওয়ে কথা হয়েছে রিকশাচালক সাহেব আলী শেখের সঙ্গে। তিনি জাগো নিউজকে জানান, গ্রামের বাড়ি তার বাগেরহাট। থাকেন ঢাকার মিরপুরে। ঈদে বাড়ি যাওয়া হবে না। কারণ, তার হাতে টাকা নেই। তিনি বলেন, আজকে (মে দিবসে) যেমন রিকশা চালাচ্ছি, ঈদের দিনও চালাবো। রিকশা না চালালে খাবার দেবে কে?
মে দিবস সম্পর্কে কিছু জানা আছে কি না, জানতে চাইলে সাহেব আলী বলেন, আজকে যে কী দিবস আমি জানি না। কষ্ট করে রিকশা চালিয়ে খাই। শ্রমিকের জন্য সব দিনই শ্রমের। আলাদা কোনটা কোন দিন আমরা জানি না। ঈদ বা যে কোনো উৎসবের দিনেও আমরা কষ্ট করে রিকশা চালিয়ে খাই।
আরেক রিকশাচালক চান মিয়াও জানেন না মে দিবসের খবর। তবে দু-একদিনের মধ্যেই যে ঈদ সে তার ভালোই জানা। ঈদ উদযাপনের প্রস্তুতিও আছে তার। দুই মেয়েকেই কিনে দিয়েছেন নতুন জামা। চেষ্টা এখন মেয়েদের নতুন জুতো কিনে দেওয়ার।
মো. আলী নামের এক রিকশাচালক বলেলেন, আজ ১ মে। শ্রমিক দিবস। এতে আমাদের লাভ কী? এসব দিবস দিয়ে তো লাভ অফিসারদের। আমরা তো সব দিনেই রিকশা চালিয়েই খাই।
রাজধানীর গুলশান-১ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মী সীমার সঙ্গে কথা হলে তিনিও জানিয়েছেন, মে দিবস সম্পর্কে কোনো জ্ঞান নেই তার। প্রতিদিনের মতো কাজ করেন, উপার্জন করে আর খেয়ে বাঁচেন। এটুকুতেই সীমাবদ্ধ তাদের জীবন। ‘দিবস টিবস আমি বুঝি না বাবু’, সাফ বলে দেন সীমা।
‘শ্রমিক-মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা’ এ প্রতিপাদ্যে বিশ্বের সঙ্গে তালি মিলিয়ে বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। বাণী-বিবৃতিতে সীমাবদ্ধ এ দিবস ঘিরে এ বছর তেমন কোনো কর্মসূচি চোখে পড়েনি। ঈদের সামনে রেখে এবার জৌলুস হারিয়েছে দিবসটি।