Logo
মঙ্গলবার , ১২ জুলাই ২০২২ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আঞ্চলিক খবর
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইতিহাস ও ঐতিহ্য
  8. উন্নয়ণ
  9. করোনা
  10. কৃষিবার্তা
  11. ক্যাম্পাস বার্তা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গণমাধ্যম
  15. গল্প ও কবিতা

সবচেয়ে আলোকিত ধূমকেতু দেখা যাবে এ সপ্তাহে

প্রতিবেদক
প্রকাশক
জুলাই ১২, ২০২২ ৮:০৬ অপরাহ্ণ

স্বাধীন নিউজ ডেস্ক

বিশ্ববাসীর জন্য আগামী বুধবার একটি ঘটনাবহুল রাত হতে যাচ্ছে। ঐ দিন বিশাল ধুমকেতু আমাদের সৌরজগতের মধ্য দিয়ে ভ্রমণ করবে। পাশাপাশি সুপারমুনের ঘটনাও ঘটবে। এজন্য ওই রাত হতে যাচ্ছে ২০২২ সালের পূর্ণিমার সবথেকে বড় এবং উজ্জ্বল রাত। এই ধুমকেতুকে সংক্ষেপে বলা হয় K2। ধুমকেতুটি ১৮ থেকে ১০০ মাইল প্রশস্ত হবে বলে অনুমান করা হচ্ছে। ১৩ জুলাই এটি পৃথিবীর সবথেকে কাছ দিয়ে যাবে এবং ১৪ জুলাই পৃথিবীর আকাশে স্পষ্ট হবে বলে জ্যোতির্বিজ্ঞানীরা আশা করছেন।

সুপারমুন এর ফলে পৃথিবীর খুব কাছাকাছি চলে আসবে চাঁদ। যার ফলে পৃথিবী থেকে চাঁদকে খুব বড় দেখাবে। তখন এই সুপারমুন দেখা যাবে পৃথিবীর মাটি থেকেই। বিজ্ঞানীরা জানিয়েছেন, কক্ষপথে ঘুরতে ঘুরতে ১৩ জুলাই পৃথিবীর ভীষণ কাছে এসে পড়বে চাঁদ। সেই সময় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব থাকবে মাত্র ৩ লক্ষ ৫৭ হাজার ২৫৪ কিলোমিটার।

K2 ধুমকেতুটি সর্বপ্রথম হাবল স্পেস টেলিস্কোপের মাধ্যমে ২০১৭ সালের মে মাসের শনি এবং ইউরোনাসের কক্ষপথের মাঝখানে সনাক্ত করা হয়েছিল। এর তাপমাত্রা মাইনাস ৪৪০ ডিগ্রী ফারেনহাইট। এটা দেখতে বরফ এবং ধূলিকণার সমন্বয়ে মনে হয়।

ধুমকেতুর বিশাল সাইজ থাকার ফলেও এটি প্রথমে চিহ্নিত করা কঠিন হতে পারে। আপনি যদি ধুমকেত স্পষ্ট ভাবে দেখতে চান তাহলে আপনার ছোট টেলিস্কোপ বা দূরবীন ব্যবহার করা উচিত। পৃথিবীর উত্তর গোলার্ধের যারা বসবাস করে তারা বেশ সহজে এটি দেখতে পারবে।

নিজের কক্ষপথে প্রদক্ষিণ করার সময় চাঁদ যখন পৃথিবীর খুব কাছাকাছি চলে আসে, তখন চাঁদকে তার স্বাভাবিক আকৃতি থেকে বড় দেখতে লাগে এবং একটু বেশি উজ্জ্বল মনে হয়। এই সুপারমুন শব্দটির উৎপত্তি হয়েছিল ১৯৭৯ সালে। বিজ্ঞানী রিচার্ড নোলে প্রথম এই শব্দটি ব্যবহার করেছিলেন।

এই সুপারমুন পৃথিবীর ভূখণ্ডে জলের উপর প্রভাব বিস্তার করবে। চাঁদের মাধ্যাকর্ষণ বলের প্রভাবে সমুদ্র এবং নদীতে জোয়ার ও ভাটারর মাত্রা বাড়বে। সেক্ষেত্রে সমুদ্রে ঢেউয়ের উচ্চতা বাড়তে পারে। সেই সঙ্গে থাকতে পারে জলোচ্ছাসের সম্ভাবনা। জ্যোতির্বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যে, এখন অনেক জায়গায় বর্ষার মওশুম চলছে। এই সময় সমুদ্রের উপকূলবর্তী এলাকায় অতিরিক্ত জলোচ্ছাসের হলে বন্যা হতে পারে।

চাঁদ একটি উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করে। এই উপবৃত্তাকার কক্ষপথের সবচেয়ে দূরবর্তী বিন্দুটিকে বলা হয় অ্যাপোজি। এই বিন্দুটি পৃথিবী থেকে গড়ে প্রায় ৪ লক্ষ ৫ হাজার ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত। ১৩ বা ১৪ জুলাই রাত ১২টা ৭ মিনিট নাগাদ এটি দেখা যাবে। এর পরবর্তী সুপার মুন দেখা যাবে ২০২৩ সালের ৩ জুলাই।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ওজন কমবে হুড়মুড়িয়ে!

মিরসরাইয়ে প্রাইভেটে যাওয়ার পথে লরির ধাক্কায় কলেজছাত্রী নিহত।

সিলেটের উন্নয়নে প্রধানমন্ত্রী সবসময় আন্তরিক:মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

সীতাকুন্ড সরকারী পাহাড় খেকো দুর্ধর্ষ সন্ত্রাসী ইয়াসিন বাহিনীর প্রধান গ্রেফতার।

অভিনয়ে সুযোগ দেওয়ার আশ্বাসে হোটেলে ডেকে অভিনেত্রীকে সর্বনাশ

৩দিন স্কুল ছাত্র নিখোঁজ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

পিরোজপুর জেলায় পৃথক বোমা হামলার ঘটনায় বিএনপির ৬ নেতা গ্রেফতার

পাকিস্তানের বন্যা দক্ষিণ এশিয়ায় জলবায়ু পরিবর্তনের ভয়াবহ হুমকি তুলে ধরছে

২০২২ সালে দেশের বক্স অফিস কাঁপাল কোন ১০ ছবি

মিরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় তিনজনের মৃত্যু