আন্তর্জাতিক ডেস্ক
সারা বিশ্বে সবচেয়ে বেশি কাজ করেন যেসব দেশের চাকরিজীবীরা, তাদের মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ। এদেশের কর্মীরা সপ্তাহে গড়ে ৪৬ ঘণ্টা কাজ করেন। কোন কোন দেশের চাকরিজীবীদের সবচেয়ে বেশি কাজ করতে হয়? আর সবচেয়ে কম কাজই বা করেন কোন কোন দেশের কর্মীরা?
ছবি: সংগৃহীত
চাকরিজীবীদের কর্মঘণ্টা বা কাজ করার সময় একেকে দেশে একেক রকম। কোন দেশের কর্মীরা দিনে গড়ে কতক্ষণ অফিসে কাজ করবেন, বেশ কিছু বিষয় মাথায় রেখে তা ঠিক করতে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এক্ষেত্রে একজন কর্মী কোন কর্মক্ষেত্রে কতক্ষণ কাজ করছেন, তা অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ামক হয়ে দাঁড়ায়।
স্বাভাবিকভাবেই বিশ্বের সবর্ত্র সাপ্তাহিক কাজের গড় সময় এক নয়। উন্নত দেশগুলোতে একজন কর্মীকে অফিসে যতক্ষণ সময় দিতে হয়, উন্নয়নশীল দেশে সাধারণত তারচেয়ে বেশি সময় দিতে হয়।
তবে তথ্য-উপাত্ত ঘেঁটে দেখা গেছে, এশিয়ার দেশগুলোর কর্মীদের অনেক বেশি সময় অফিসে কাটাতে হয়। নানা সময় নানা অজুহাতে এসব দেশে কর্মীদের অফিসে কাজ করার সময় বাড়িয়ে দেওয়া হয়।