১৬ ডিসেম্বর ২০২১ মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর আদর্শে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার শপথ করান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। একই সময় সবুজবাগ থানা আওয়ামীলীগ কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ও ডিএসসিসি’র ৫ নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন চিত্ত রঞ্জন দাসের নেতৃত্বে আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন এবং অসংখ্য সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ৷ মুখে করোনা প্রতিরোধক মাস্ক আর হাতে জাতীয় পতাকা নিয়ে রাস্তার দুইপাশে দাঁড়িয়ে বুকে বিজয়ের চেতনা নিয়ে সকলে এই শপথ অনুষ্ঠানে অংশ নেন৷
শপথ অনুষ্ঠান শেষে সবুজবাগ থানা আওয়ামীলীগের একটি বর্ণাঢ্য বিজয় র্যালী থানা এলাকা প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়৷ র্যালী শেষে দলীয় নেতাকর্মী ও সাধারণ উপস্থিতিকে উদ্দেশ্য করে কাউন্সিলর চিত্ত রঞ্জন দাস তার সমাপনী বক্তব্যে বলেন –
উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বির্নিমানে বঙ্গবন্ধুর আদর্শ মেনে চলার বিকল্প নেই৷ বিজয়ের দিনে তাই সকলকেই এই শপথে উজ্জীবিত হতে হবে৷ এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কা ও স্বাধীনতার পক্ষে কাজ করতে হবে।