
স্বাধীন নিউজ ডেস্ক
মানুষের পক্ষে একজীবনে পৃথিবীর সব রহস্য জানা সম্ভব নয়। এই পৃথিবীতে নানাধরণের প্রাণী রয়েছে, যার বেশিরভাগটা সম্পর্কেই অজানা রয়ে গেছে মানুষের। স্থল, জল এবং আকাশ, এই তিন ভাগে আনারকম প্রাণী বসবাস করতে দেখা যায়। আর এই ভাগে এমন সব অদ্ভুত প্রাণী রয়েছে, যার সবটা মানুষের জানার তালিকায় নেই। অনেক কিছু এমনও আছে, যা মানুষের জানার তালিকা থেকে বাদ পড়ে গেছে। তেমনই একটা বিষয় উঠে এসেছে এবার মানুষের সামনে।
সমুদ্রের গভীরে চাপা রয়েছে অনেক রহস্য। মানুষ সমুদ্রের গভিরে অভিযান করলেও, সব বিষয় সম্পর্কে এখনও জ্ঞান লাভ করে উঠতে পারেনি। সেরকমই এক বিষয়ে এবার সন্ধান পাওয়া গেল। যা হয়ত কোন সিনেমায় দেখানো হয়েছে, কিংবা কোন পৌরাণিক গল্পে এই বিষয়ে জানা হয়েছে। সেরকমই একটি মাছ (fish) পাওয়া গেছে এবার সমুদ্রের তলদেশ থেকে।
এই প্রাচীন কৌশলটি জেনে আমি এক সপ্তাহে ছোট হয়েছি
আমি আমার মায়ের কাছ থেকে এই সম্পর্কে শিখেছি, যিনি 20 বছরের ছোট দেখায়।
এই প্রাচীন কৌশলটি জেনে আমি এক সপ্তাহে ছোট হয়েছি
আমি আমার মায়ের কাছ থেকে এই সম্পর্কে শিখেছি, যিনি 20 বছরের ছোট দেখায়।
চিলির (Chile) কয়েকজন জেলের হাতে এমনই একটি অভিশপ্ত মাছ ধরা পড়েছে। যা দেখে বড় কোন সমস্যার আশঙ্কা করছেন মৎস্যজীবীরা (fishermen)। জানা গিয়েছে, অভিশপ্ত এই বিশালাকার মাছটির নাম ‘ওরফিশ’ (Oarfish)। চিলির সমুদ্র সৈকতে জেলেদের মাছ ধরার জালে ধরা পড়েছে এই মাছ। এই মাছের উচ্চতা দেখে সেখানকার মানুষজন রীতিমত অবাক হয়ে যায়। আর সেই মুহূর্ত ক্যামেরা বন্দী করতে শুরু করে। আর তা স্যোশাল মিডিয়ায় শেয়ার করতেই রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, চিলিতে (Chile) ধরা পড়া মাছটিকে হুক থেকে নামাচ্ছেন সেখানে উপস্থিত মানুষজন। প্রায় ১৬ ফুট দৈর্ঘের এই মাছের উদাহরণ কোন পৌরানিক গল্পে পাওয়া গিয়েছিল। তাঁদের ধারণা এই মাছ দেখা গেলে, কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
রিপোর্ট অনুসারে, ২০১১ সালে একবার জাপানে এই ‘ওরফিশ’ (Oarfish) মাছ দেখতে পাওয়া গিয়েছিল। তারপর ফুকুশিমায় শক্তিশালী ভূমিকম্প হয়। যার ফলে তছনছ হয়ে যায় গোটা এলাকায়। যার কারণে মানুষের ধারণা এই মাছ কোন অশুভ ইঙ্গিত বহনকারী। যা দেখলে আগামী সময়টা খারাপ যাওয়ার সম্ভাবনা রয়েছে।
চিলিতে (Chile) এই ‘ওরফিশ’ (Oarfish) মাছ দেখতে পাওয়ার পর সেখানকার মানুষদের মধ্যে এই মাছ নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। তাঁদের ধারণা শীঘ্রই কোন বড় বিপর্যয় ঘটতে চলেছে তাঁদের জীবনে। এই কারণে আতঙ্কে রয়েছেন সেখানকার মানুষজন।