
আব্দুর রহমান ঈশান ,নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোণা সরকারী কলেজ পরিবারের পক্ষে বন্যার্তদের মাঝে ছাত্রলীগের ঈদ উপহার বিতরণ।
নেত্রকোণা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন ও সাধারণ-সম্পাদক সোবায়েল আহম্মেদ খানের নির্দেশনায় নেত্রকোণা জেলার সর্বোচ্চ বিদ্যাপিঠ নেত্রকোণা সরকারী কলেজের সাবেক ছাত্র-ছাত্রী, বর্তমানে অধ্যানরত ছাত্র-ছাত্রী, পাঠদান কারী শিক্ষক বৃন্দ,কলেজে নিয়োজিত সকল স্থরের কর্মকর্তা কর্মচারী সকলের পক্ষে বাংলাদেশ ছাত্রলীগ নেত্রকোণা জেলা শাখার অন্যতম ইউনিট, মেধাবী ছাত্র-ছাত্রীদের মিলনস্থল নেত্রকোণা সরকারী কলেজ ইউনিটের সকল নেতা ও কর্মীদের ঐক্যান্তিক প্রচেষ্টায় ও নিরলস পরিশ্রমে সকলের সহযোগীতায়
কলমাকান্দা উপজেলার
পাঁচগাও,গাড়িঘাট,বাবুখোলা,বাতা নিয়াপারা,রয়পুরে দুইশতাধিক বন্যার্ত অসহায় মানুষের মাঝে ঈদ উপহার স্বরূপ বিতরণ করা হয়
উপহার সামগ্রীতে ছিল তেল,চিনি,গুড়ো দুধ, সেমাই,সাবান, নুডলস, বাচ্চাদের জন্য জামা-কাপড়,অসহায় রোগাক্রান্ত/গৃহহীন মানুষের জন্য আর্থিক সহায়তা।
এসময় উপস্থিত ছিলো জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তাসরুবা ইয়াসমিন সম্পা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক বর্তমান কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী সৈয়দ আল রাকিব , জয় পাল কলেজ ছাত্রলীগের নেতা মেহেদী হাসান রানা, বিদুর সাহা স্পর্শ, পৌর ছাত্রলীগের যুগ্ম- আহ্বায়ক ইফতেকার আলামিন, আরিফ , শিশির সরকার,উদয় খান, মেহেদী হাসান,, আমিনুল ইসলাম ফয়সাল, তানজিম হাসান ফরিদ ,জান্নাতুল হাসান, আজিজুল হক
মো সামী,সোহানুর রহমান লিঙ্কন,খালিয়াজুরী উপজেলা ছাত্রলীগ কর্মী সাঈদী হাসান,কলমাকান্দা উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক ৩ জলিল মুল্লা,জেলা ছাত্রলীগ নেতা লিমন প্রমুখ।
মানবিক নেত্রকোণা জেলা ছাত্রলীগের এক অনন্য ইউনিট হিসেবে নেত্রকোণা সরকারী কলেজ ছাত্রলীগ সবসময়েই বাংলদেশ ছাত্রলীগ তথা নেত্রকোণা জেলা ছাত্রলীগের ন্যায় সকল সংকটে মানুষের পাশে থাকবে।