সর্দারপাড়ায় হারল্যান নিউইয়ার্ক শো-রুমের শুভ উদ্বোধন

0
86
ফারিয়াজ ফাহিম 
স্বাধীন নিউজ, জামালপুর প্রতিনিধি।
জামালপুর পৌর শহরের কলেজ রোডস্থ সর্দারপাড়ায় হারল্যান নিউইয়ার্ক  শো-রুমের শুভ উদ্বোধন করা হয়েছে।
 বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে শো- রুমের শুভ উদ্বোধন করেন,চিত্র নায়িকা অপু বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন, হারল্যান নিউইযার্ক কোম্পানীর এক্সিকিউটিভ ম্যানেজার মোঃ জামাল উদ্দিন ও হারল্যান নিউইয়ার্কের ডিলার মোঃ রহুল আমীন পলাশ।
উদ্বোধনকালে উপস্থিত ক্রেতাদের উদ্দেশ্যে চিত্র নায়িকা অপু বিশ্বাস বলেন,আপনারা হারল্যান নিউইয়ার্কের পণ্য ব্যবহার করবেন,আমিও  এ কোম্পানীর পণ্য ব্যবহার করি। এ কোম্পানীর পণ্য ব্যবহারেই আপনারা বুঝতে পারবেন কতটা উন্নত এবং বডির স্কীনের জন্য কত আরাম দায়ক। চিত্র নায়িক অপু বিশ্বাস, তাকে দেখতে আসা  উৎসুক জনতার ভীড় দেখে জামালপুর বাসীর প্রতি কৃতজ্ঞতাগ্যাপন করেন।।