মাসুম শাহরিয়ার, ইবি(কুষ্টিয়া)
কুষ্টিয়ায় স্থানীয় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার দাবিতে মঙ্গলবার (১২ জুলাই) সদর উপজেলার ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনের আয়োজন করেন কুষ্টিয়ার ইবি থানা প্রেস ক্লাব ও সর্বস্তরের সাংবাদিকবৃন্দ। মানববন্ধনে সাংবাদিকতরা রুবেল হত্যার আসামিদের অতি দ্রুত চিহৃিত করে গ্রেফতারের দাবি জানান তারা ।
বিভিন্ন সূত্রে জানা যায়, গত ৩ জুলাই রোববার রাত ৯টার দিকে কুষ্টিয়া পৌর এলাকার বাবর আলী গেট সংলগ্ন নিজ পত্রিকা অফিসে অবস্থানকালে সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের মোবাইলে একটি কল পেয়ে তার অফিস থেকে বের হয়ে এন এস রোডের সিঙ্গার মোড়ের দিকে যান। এরপর থেকে তার ব্যবহৃত তিনটি মোবাইল ফোন নম্বরই বন্ধ পাওয়া যাচ্ছিলো। এ ব্যাপারে সাংবাদিক রুবেলের ছোট ভাই মাহাবুব রহমান সোমবার (৩ জুলাই) রাতে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার জিডি নম্বর- ২০৩। এরপর গত বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী নির্মাণাধীন কুমারখালী যদুবয়রা সংযোগ সেতুর শহীদ গোলাম কিবরিয়া সেতুর নিচ থেকে কুষ্টিয়া জেলা রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়ার স্থানীয় পত্রিকা দৈনিক কুষ্টিয়ার খবরের ভারপ্রাপ্ত সম্পাদক এবং জাতীয় দৈনিক আমাদের নতুন সময়ের কুষ্টিয়া প্রতিনিধি হাসিবুর রহমান রুবেলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পাবনা নৌপুলিশ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের কাগজের সম্পাদক ও প্রকাশক আবু বকর সিদ্দিক, কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নুরুন্নবী বাবুসহ কুষ্টিয়া ও ঝিনাইদহের প্রায় অর্ধশত সাংবাদিক।