সাতক্ষীরায় গোদাঘাটা-মল্লিক পাড়া সড়কে ৬২ লক্ষ টাকা ব্যয়ে নব-নির্মিত ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।

0
183
মোঃ আলফাত হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরা সদরের গোদাঘাটা-মল্লিক পাড়া-সৈয়দ বাড়ি মোড় ভায়া মল্লিক পাড়া মসজিদ সড়কে নব-নির্মিত ইউনিব্লক সড়কের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা ১২টায় শিবপুর ইউনিয়নের গোদাঘাটা-মল্লিক পাড়া এলাকায় শিবপুর ইউপি চেয়ারম্যান এস.এম আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করে নব-নির্মিত ইউনিব্লক রাস্তার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ- কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ।
গ্রাম সড়ক পূনর্বাসন প্রকল্পের আতায় সাতক্ষীরা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির বাস্তবায়ণে ১ কিঃ মিঃ ইউনিব্লক রাস্তা ৬২ লক্ষ টাকা ব্যয়ে  নির্মাণ করা হয়েছে।