মোঃ আলফাত হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো-দেবহাটার বালিয়াডাঙ্গা এলাকার আজিজুল জোয়াদ্দারের ছেলে মিজানুর রহমান ওরফে মিজান(৩০), পাটকেলগাটা ওভারব্রিজ এলাকার জয়নাল মোড়লের ছেলে শরিফুল ইসলাম (৩২), ও কুমিরা দক্ষিণপাড়া এলাকার শামীম হোসেন ওরফে শাহীন(৩৭)।
থানা পুলিশের দেওয়া বিজ্ঞপ্তিতে জানা গেছে, সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলামের নেতৃত্বে থানার এসআই আজিজ মাহমুদ, এসআই তারেক মোহাম্মদ নাহিয়ান, এসআই মো. হাফিজুর রহমান, এসআই সাইফুল ইসলাম, এএসআই ইব্রাহিম রাসেল, এএসআই এমদাদুল হক সঙ্গীয় ফোর্স সদর থানাধীন কাশেমপুর কদমতলা এলাকায় মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ অভিযান পরিচালনা করছিলেন।
এ সময় এসআই আজিজ মাহমুদ সাতক্ষীরা থানাধীন আগরদাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বালিয়াডাঙ্গা গ্রামস্থ জামতলা টু সাতক্ষীরা মেডিকেল কলেজগামী বাইপাস সড়ক সংলগ্ন বালিয়াডাঙ্গা মোড়স্থ জনৈক মিজানুর স্টোরের সামনে কতিপয় ব্যক্তি মারাত্মক দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করত: ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে একটি বিশ্বস্থ গোপন সংবাদ প্রাপ্ত হন। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২০ সেপ্টেম্বর রাতে মিজানুর রহমান ওরফে মিজান(৩০), শরিফুল ইসলাম(৩২) ও শামীম হোসেন ওরফে শাহীন (৩৭)কে গ্রেপ্তার করেন। তখন আরও ৭-১০জন দৌড়ে পালিয়ে যায়।
ধৃত ব্যক্তিদেরকে সাক্ষীদের সম্মুখে তল্লাশি করে তাদের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি লোহার রামদা, যা লম্বা ২২ ইঞ্চি,১টি লোহার শাবল, যা লম্বা ২৫ইঞ্চি, ১টি লোহার পাইপ,যা লম্বা ২৪ ইঞ্চি,১টি তালাকাটা কাটার, যা রাবারের হাতলসহ লম্বা ১৪ ইঞ্চি,১টি চাপাতি, যা লম্বা ১৬ইঞ্চি,১টি রামদা, যা লম্বা ২১ইঞ্চি উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
এ সংক্রান্তে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।