
রতন মালাকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে র্যালি, আলোচনা সভাসহ বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে সাপাহার গোয়ালা ইউনিয়ন শাখা ও দিঘীরহাট কলেজ শাখা ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় সাপাহার গোয়ালা ইউনিয়ন শাখা ও দিঘীরহাট কলেজ শাখার আয়োজনে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে গোয়ালা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দীন কবির এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রমজার আলীর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় দিঘীরহাট কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আজমির হোসেন এবং সাধারণ সম্পাদক নাজমুল হক সহ ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি জুয়েল রানা এবং যুগ্ন সাধারণ সম্পাদক শাহিন আলম উপস্থিত ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ সভাপতি কামরুজ্জামান সাধারন সম্পাদক আয়নুল হক উপজেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি আবদুল ওয়াহেদ মাষ্টার ইউনিয়ন যুবলীগ এর সভাপতি তৌহিদুর রহমান এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান সুমন এবং দিঘীরহাট কলেজ এর অধক্ষ্য মনিরুল ইসলাম সহ ৩ শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।