
মোঃ ইয়াকুব আলী রুবেল (বাউফল)
পটুয়াখালীর বাউফল উপজেলায় সাপের কামড়ে মোঃ সাইফুল ইসলাম (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের চরআলগী গ্রামে এ ঘটনা ঘটেছে। সাইফুল ওই গ্রামের আমির হোসেন মৃধার ছেলে।জানা গেছে, একই গ্রামের প্যাদা বাড়ি কাছে মাছ শিকার করছিল সাইফুল। এ সময়ে তিনি একটি সাপ দেখতে পেয়ে তার গায়ে মাছ ধরার চল দিয়ে আঘাত করেন। এক পর্যায়ে সাপটি চল থেকে ছুটে এসে তাকে কামড় দেয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই সাইফুল অসুস্থ হয়ে পড়লে এলাকার লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সোয়েব মাহমুদ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই সাইফুলের মৃত্যু হয়েছে। সম্ভবত কোন বিষধর সাপ তাকে কামড় দিয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে দাসপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এন এম জাহাঙ্গীর হোসেন বলেন, সাইফুলের মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমেছে।