
মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাভারে এক কৃষককে নির্মমভাবে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষরা। সেই সাথে নিজের জমিতে গেলে ওই কৃষককে ও তার পরিবারকে হত্যা করে লাশ গুম করারও হুমকি দিয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার বনগাঁও ইউনিয়নের গান্ধারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী বলছে, গান্ধারিয়া এলাকার অসহায় কৃষক মনির হোসেনের সাথে দেড় বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে মামলত আলী হাজীর। সকালে কৃষক মনির হোসেন জমিতে গেলে অভিযুক্ত ব্যক্তি মামলত আলী হাজী তার সহযোগী নাছির উদ্দিন, তৌহিদ, জাহিদুল ও তাজু তাকে ধরে পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে মৃত ভেবে চলে যায়।
পরে স্থানীয়রা আহত কৃষককে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এঘটনার পর থেকে ওই কৃষক ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে। এলাকাবাসী আরও জানায়, কৃষক মনির হোসেনের বাবা আলি আকবর মারা যাওয়ার পরে অভিযুক্তরা বেপোয়ারা হয়ে উঠেছে। তাদের অত্যাচারে তারা অতিষ্ঠ। এলাকাবাসী অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
এর আগে অন্যান্য ঘটনায় অভিযুক্ত ব্যক্তি মামলত আলী হাজীর নামে সাভার মডেল থানায় তিনটি সাধারণ ডায়রি (জিডি) করেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি তদন্ত মোমেনুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এঘটনায় সাভার মডেল থানায় অভিযুক্তদের নামে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।