সাভারে তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

 

মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি

সাভারে বোনের বাড়িতে বেড়াতে আসা তরুণীকে ধর্ষণের অভিযোগে সোহেল (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

আজ সাভারের রেডিওকলোনির নয়াবাড়ি মহল্লায় অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়। এর আগে বিকেলে সাভারের ওই এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

আটক সোহেল একই এলাকার মৃত কিতাব আলীর ছেলে। তিনি ঢাকা-আরিচা মহাসড়কের রেডিওকলোনির পাশে একটি পোশাক কারখানার সামনে চায়ের দোকান চালাতেন।

স্থানীয় এলাকাবাসী জানান, কিছুদিন আগে এ এলাকায় ঠাকুরগাঁও জেলা থেকে একটি ছেলে ও মেয়ে তাদের বোনের বাড়িতে বেড়াতে আসে। তাদের সন্দেহ করে কিছু লোক তাদের আটক করে। পরে সোহেল ওই মেয়েকে ধর্ষণ করেছে এবং ছেলেটাকে মারধর করেছে। এ ঘটনায় পুলিশ সোহেলকে ধরে নিয়ে গেছে।

পুলিশ সূত্র জানায়, ওই এলাকায় বোনের বাসায় বেড়াতে আসেন ভুক্তভোগী তরুণ-তরুণী। এ সময় সন্দেহজনকভাবে তরুণকে আটকে রেখে মারধর করা হয়। একপর্যায়ে ভুক্তভোগী তরুণীকে ধর্ষণ করে সোহেল। পরে ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ করলে সোহেলকে আটক করা হয়।

এবিষয়ে সাভার মডেল থানার ওসি তদন্ত মোমেনুল ইসলাম বলেন, ধর্ষণের শিকার তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এঘটনায় অভিযুক্ত সোহেলকে আটক করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -