মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
সাভারে বাসা থেকে ডেকে নিয়ে পোশাক শ্রমিককে দল বেঁধে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মে) রাতে সাভারের কলমা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তথ্যটি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. হুমায়ন কবির। তিনি বলেন, সাভারের কলমা এলাকায় ভাড়া থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন ভুক্তভোগী নারী। পূর্ব পরিচিত এক যুবক সোমবার সন্ধ্যায় তাকে বাসা থেকে ডেকে নিয়ে তার বন্ধুর বাসায় যান। সেখানেই কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে।
পরে ভুক্তভোগী নারী সাভার মডেল থানায় অভিযোগ মামলা করেন। এ ঘটনায় কলমা ও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
তদন্তের স্বার্থে গ্রেফতারকৃত যুবকের নাম-পরিচয় গোপন রাখা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।