মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
আসন্ন পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোয়ন ফরম দিয়েছেন ঢাকা জেলা পরিষদের সদস্য ও সাভার উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো: সেলিম মন্ডল।
আজ দুপুরে সাভার অধরচন্দ্র হাইস্কুলের নির্বাচন অফিসারের কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোয়ন ফরম জমা দেন তিনি।
এসময় মো: সেলিম মন্ডল বলেন, বিরুলিয়া ইউনিয়নে যদি সুষ্ট নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আমি শতভাগ নির্বাচিত হব। আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান পদে জয়লাভ করব ইনশাআল্লাহ। আমার ৭ নং বিরুলিয়া ইউনিয়নকে আধুনিক ও মডেল রুপান্তরিত করার প্রত্যয়ে আমি নির্বাচন করবো এবং আমার দৃঢ় বিশ্বাস আমি জয় হবো।