সিনিয়রদের বিশ্রাম দেওয়ার ইঙ্গিত পাপনের

 

 

স্বাধীন নিউজ ডেস্ক
বাংলাদেশ দলের সিনিয়র সদস্যদের মধ্যে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম দলে খেলছেন। এরমধ্যে তামিম দলীয় অধিনায়ক, সাকিব ব্যাটে-বলে আছেন দুর্দান্ত ফর্মে, মুশফিকও ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে দায়িত্ব নিয়ে ৭০ রানের ইনিংস খেলেন। রিয়াদও প্রথম দুই ম্যাচে ত্রিশোর্ধ্ব রান পেলেও ব্যর্থ ছিলেন তৃতীয় ম্যাচে।

 

বাংলাদেশ দলে এসেছেন বেশ কিছু নতুন তারকা। টি-টোয়েন্টি স্কোয়াডে তিন নতুন মুখ যুক্ত হলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ পারফর্ম করে ওয়ানডে স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন তৌহিদ হৃদয়। অনেকের মত ছিল যেহেতু সিরিজ আগেই হাতছাড়া হয়েছে, তাই রিয়াদকে বসিয়ে হৃদয়কে একাদশে জায়গা দেওয়া যেত।

বিসিবি সভাপতি  নাজমুল হাসান পাপন জানিয়েছেন, সামনে আয়ারল্যান্ড ও অন্য আরেক সিরিজে দলের একাধিক সদস্যকে বিশ্রাম দিয়ে নতুনদের সুযোগ হতে পারে।

পাপন বলেন, “সামনে আমাদের দুটো সিরিজ, বিশ্বকাপ ও এশিয়া কাপের আগে। সেখানে আমরা দু‍‍`একজনকে বিশ্রাম দিতে পারি। এর মানে এই না যে, যাকে বিশ্রাম দেবো সে বাদ পড়ে গেছে। বিশ্রাম দিয়ে এটা দেখতে চাই তার জায়গায় অপশন কে আছে।

 

এটাই তো বিশ্বকাপ স্কোয়াড না। ধরেন এটাই বিশ্বকাপ স্কোয়াড, কোনো খেলোয়াড় চোট পেয়ে ছিটকে গেল। এটা ওপেনার, মিডল অর্ডার বা লোয়ার অর্ডার হতে পারে, তার জায়গায় কে খেলবে ? আমাদের আগে থেকে তো ঠিক করে রাখতে হবে। কোচ কি যে কাউকে বিশ্বকাপ খেলতে নামিয়ে দেবে?”

 

 

 

 

এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -