উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট
বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী বন্যাদুর্গত স্থানীয় জনগণকে সহায়তা হিসাবে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবাররে মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ধারাবাহিকতায় আজ ২৪ জুলাই বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় জৈন্তাপুর উপজেলাধীন ০১নং নিজপাট ইউনিয়নের আদর্শগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্থ ২৫ টি পরিবারকে (১০০ জনকে) ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
সিলেট ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ সাইফুল ইসলাম চৌধুরীর দিকনির্দেশনায় ৪৮ বিজিবি এর অধীনস্থ শ্রীপুর কোম্পানি কমান্ডার,নায়েব সুবেদার মোঃ মোকছেদ আলী নেতৃত্বে শ্রীপুর বিওপি কর্তৃক সিলেট জেলার জৈন্তাপুর উপজেলাধীন বন্যায় ক্ষতিগ্রস্থ ২৫ টি পরিবারকে (১০০ জনকে) ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।