
উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট
মানবতার কল্যাণে, আমরা আছি মানুষের পাশে সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসি মানুষের মাঝে মানবিক উপহার বিতরণ চট্টগ্রামের রাউজান থেকে এগিয়ে এলেন বাংলাদেশের বৌদ্ধ জনগোষ্ঠীর স্বপ্নের ঠিকানা দি বুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (বিসিসিইউএল) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিভিন্ন মানবিক প্রতিষ্ঠানের জনক, জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে স্বর্ণপদকসহ উপাধি প্রাপ্ত মানবতাবাদী সংঘমনীষা কর্মবীর ভদন্ত শাসনরক্ষিত মহাস্থবির মহোদয় এর পিতা মাতার নামে প্রতিষ্ঠা করা মানবিক ফাউন্ডেশন প্রকৃতি-আশা ফাউন্ডেশন, শিল্পী নীড় ভবন, রমেশ বলীর বাড়ী, কদলপুর, রাউজান, চট্টগ্রাম থেকে মানবিক উপহার গুলো সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিতরণ জন্য সিলেট চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক, মানবতার ফেরিওয়ালা, দৈনিক স্বাধীন নিউজ সিলেটের ব্যুরো প্রধান উৎফল বড়ুয়ার আহবানে সাড়া দিয়ে এগিয়ে এসে পাশে দাঁড়ান।
গত শুক্রবার মোগলা বাজার এলাকার কিছু বানভাসি পানিবন্দী অসহায়,গরীব মানুষের মাঝে পাঠানো নিত্য প্রয়োজনীয় জিনিস মানবিক উপহার বিতরণ করা হয়।
উক্ত বিতরণ কাজে উপস্থিত ছিলেন সিলেট চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্টাতা আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য আব্দুল মালেক,এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে সোহেল আহমদ, শোয়েব আহমেদ,খালেদ আহমেদ, সিলেট-চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক, মানবতার ফেরিওয়ালা সাংবাদিক উৎফল বড়ুয়া প্রমুখ।
নতঃশীরে বন্দনা সহ ধন্যবাদ ও কৃতজ্ঞতা সহকারে সাধুবাদের সহিত গ্রহন করে বিতরণ করা হল।
মানবতার ফেরিওয়ালা উৎফল বড়ুয়া বলেন, সকল মানবিক ব্যক্তিত্বদের সহযোগিতায় আমরা ছোট ছোট মানবিক কার্যক্রম গুলো করে এগিয়ে যাচ্ছি।
এবং আমাদের একটি টিম সিলেটে বন্যা কবলিত প্রত্যন্ত অঞ্চলগুলোতে সুবিধা বঞ্চিত বন্যার্ত মানুষের মাঝে গিয়ে “মানবিক উপহার” বিতরণ অব্যাহত রেখেছি।