
উৎফল বড়ুয়া ব্যুরো প্রধান, সিলেট
বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব
শুভ আষাঢ়ী পূর্ণিমা ২০২২ উপলক্ষে, বৃহত্তর সিলেটের উপর দিয়ে সম্প্রতি বয়ে যাওয়া স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কিছু গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার উপহার বিতরণ করলেন “বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)”।
শুক্রবার(১৫ জুলাই ২০২২) বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর অর্থায়নে সিলেট ফেঞ্চুগঞ্জর কুশিয়ারা এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত কিছু গরিব অসহায় পরিবারের মাঝে মানবতার উপহার বিতরণ করা হয়।
বিতরণ কাজের উদ্বোধন করেন “বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, সিলেট অঞ্চলে’র” সভাপতি মানবতার ফেরিওয়ালা খ্যাত মি. উৎফল বড়ুয়া। উক্ত কর্মসূচির সহ-সংগঠক হিসেবে উপস্থিত ছিলেন বাবৌযুপ-সিলেটের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রানা বড়ুয়া, আরো উপস্থিত ছিলেন মি. দিলু বড়ুয়া ও সিলেট-চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহবায়ক মি.শহিদুল ইসলাম, সদস্য আব্দুল মালেক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
বাবৌযুপ এর দেশজুড়ে বিস্তৃত ২১ টি কর্ম সম্পাদন কেন্দ্রের পক্ষ হতে এই কর্মসূচি সম্পাদনে বাবৌযুপ-সিলেটের সাথে সমন্বয়ে নিয়োজিত ছিলেন বাবৌযুপ-কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও মহাসচিব যথাক্রমে মি. সতু বড়ুয়া এবং অধ্যাপক সরোজ বড়ুয়া ; বাবৌযুপ-চট্টগ্রামের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড এবং মি সুমন বড়ুয়া বাপ্পী।
মানবতার ফেরিওয়ালা সাংবাদিক উৎফল বড়ুয়া বলেন,বাবৌযুপ সিলেটে করোনা কালীন সময় থেকে বর্তমান পর্যন্ত মানবিক উপহার বিতরণ ,শীতকাল শীতবস্ত্র বিতরণ, শিশুদের জন্য শিক্ষা সামগ্রী বিতরণ,প্রতিবন্ধীকে উইল চেয়ার দান সহ সকল মানবিক কাজে সদা সর্বদা এগিয়ে এসে পাশে দাঁড়িয়ে মানবতার সেবায় অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছেন।