সীতাকুণ্ডে ফারজানা নামের এক গৃহবধূ নিখোঁজের অভিযোগ।

ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারী বাজার এলাকায় হইতে ফারজানা আক্তার নামের এক তরুনী গৃহবধু নিখোঁজের খবর পাওয়া গেছে। পরিবার ও থানার জিডি সুত্রে জানাযায়,
গত ৪টা জুলাই সোমবার সকাল ১০ টায় সীতাকুন্ডের ভাটিয়ারী বাজার এলাকায় যাওয়ার পর থেকে সে নিখোঁজ হয়।
তার আসল নাম ফারজানা আক্তার ববি
(২৯),গায়ের রং ফর্সা, স্বাস্থ্য ; মিডিয়াম, মুখমন্ডল : লম্বাটে,উচ্চতা ;৫ ফুট ২ ইঞ্চি। সে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে। তাঁর
পিতার নাম: হারুনুর রশিদ, মাতার নাম : নীলা আক্তার।
ঠিকানা : ভাটিয়ারী উত্তর বাজার, কামাল সওদাগর এর বাড়ী।
এই ব্যপারে থানায় একটা জিডি করা হইছে, জিডি নং – ৩৪০।
মেয়েটির কাছেএই ফোন নাম্বারটি রয়েছে- ০১৮৮৯-৮৬৭৭৭৫।ববির পরিবারের অনুরোধ কোন
 হৃদয়বান ব্যাক্তি যদি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে নিচের উল্লেখিত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
 গৃহবধুর স্বামীঃ০১৮২৫-১১৪৭৮০
এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -