
শরনখোলা থানা প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার শরনখোলা উপজেলার সুন্দরবনের শরনখোলা রেঞ্জের শরনখোলা স্টেশনের ভোলা টহল ফাঁড়ির রায়বাগিনির খালে বিষ দিয়ে মাছ ধরার সময় রাসেল তালুকদারকে গ্রেফতার করা হয়। রাসেল তালুকদারের পিতার নাম রশিদ তালুকদার। তার বাড়ি ৪ নং সাউথখালি ইউনিয়নের মধ্যম সোনাতলা।শরনখোলা রেঞ্জ অফিসের ফরেস্ট রেঞ্জার সুফল রায়, শরনখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফরেস্টার আসাদুজ্জামান, ভোলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার ছামানুল কাদির সহ বন রক্ষীদের নিয়মিত অভিযানে সুন্দরবনে অবরোধের সময় অবৈধভাবে বিষ দিয়ে মাছ ধরার সময় রাসেল তালুকদারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় রাসেল তালুকদারের কাছ থেকে রিপকর্ড বিষ,চিংড়ি মাছ ৮ কেজি,ডিঙ্গি নৌকা ১ টি,পাতিল ১ টি জব্দ করা হয়। স্টেশন কর্মকর্তা ফরেস্টার আসাদুজ্জামান বলেন বন আইনে মামলার প্রস্তুতি চলছে। আগামি কাল ২৪/০৭/২০২২ ইং তারিখ রাসেল তালুকদারকে বন আদালতে সোপর্দ করা হবে।