পদ্মা সেতুতে বাইক অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও বাইকারদেরকে নিয়ম মেনে সতর্কতার সাথে ড্রাইভ করার আহবান জানিয়েছেন সেভ দ্য রোড নেতৃবৃন্দ। যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের পদ্মা সেতুতে বাইক চলাচলের অনুমোদনের নির্দেশনা ঘোষণার পর ১৮ এপ্রিল প্রেরিত বিজ্ঞপ্তিতে সেভ দ্য রোড-এ চেয়ারম্যান চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদী, মহাসচিব শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, আইয়ুব রানা বলেন, বাইক লেন ও পদ্মা সেতুতে বাইক চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বাইক র্যালী সফল হয়েছে। আমরা চাই দুর্ঘটনা কমাতে অনতিবিলম্বে বাইক লেন কার্যকরের উদ্যেগ গ্রহণ করুক সরকার। একই সাথে বাইকারদের প্রতি আমাদের আহবান বাইক চালানোর সময় নির্ধারিত গতিসীমা মেনে, আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাইক ড্রাইভ করুন।
উল্লেখ্য, আসন্ন ঈদে পদ্মা সেতুতে বাইক চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সকল সেতু-সড়কে বাইকলেন-এর দাবিতে ‘বাইক র্যালী ও সমাবেশ’ করেছিলো সেভ দ্য রোড।
—————————-
(শান্তা ফারজানা)
মহাসচিব, সেভ দ্য রোড
২০৫ বিজয় নগর(দ্বিতীয় তলা)
শহিদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ঢাকা ১০০০
—————————-
(শান্তা ফারজানা)
মহাসচিব, সেভ দ্য রোড
২০৫ বিজয় নগর(দ্বিতীয় তলা)
শহিদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ঢাকা ১০০০