স্কিল ট্রেনিং থেকে ১২জন সুযোগ পাচ্ছে জবির কাউন্সেলিং সেন্টারে

তাসদিকুল হাসান, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের মাস্টার্স অধ্যয়নরত তিন বিভাগের (ক্লিনিক্যাল, কাউন্সেলিং, এডুকেশন) সকল শিক্ষার্থীদের জন্য তিনদিনের বেসিক কাউন্সেলিং স্কিল ট্রেনিং শেষ হয়েছে। তিন দিন (৩,৪,৫ জুলাই) মনোবিজ্ঞান বিভাগের ল্যাব-১ এ সকাল ৯টা থেকে দুপুর ৩.৩০ পর্যন্ত চলে এই ট্রেনিং প্রোগ্রাম। কাউন্সেলিং দেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের যথাযথ যোগ্য করে গড়ে তুলতেই এমন ট্রেনিংয়ের আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগ।
বেসিক কাউন্সেলিং ট্রেনিং এর কনভেনর সহযোগী অধ্যাপক ড.সানজিদা খান।বলেন, তিনদিনের ট্রেনিং প্রোগ্রামের প্রথমদিন  থেকে শেষদিন( ৩ থেকে ৫ জুলাই) প্রতিদিন প্রায় ১০ থেকে ১২টা সেশন হয়েছে , এখানে শিখানো স্কিলগুলো ভবিষ্যতে কাউন্সেলিং দেওয়ার সময় কাজে দিবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাউন্সেলিং সেন্টার সহ অন্যান্য যায়গায় কাউন্সেলিং দেওয়ার সময় তারা এই ট্রেনিং থেকে অর্জিত অভিজ্ঞতা কাজে খাটাতে পারে, কাউন্সেলিং দিতে যেয়ে কাউন্সেলদের কোন রকম যেন বাধা প্রাপ্ত না হতে হয় সেদিক লক্ষ্য রেখেই আমাদের মনোবিজ্ঞান বিভাগের এই আয়োজন।
তিনি আরো বলেন, প্রতিদিন প্রতিটি সেশন হাতে কলমে ডিজাইন করে বাস্তবতার আলোকে শেখানোর চেষ্টা করেছি। এই বেসিক স্কিল না থাকলে শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ সহ অন্যান্য যায়গায় যেয়ে ইন্টার্নশিপ করতে পারে না।এই ট্রেনিং নেওয়ার পর তাদের ইন্টার্নশিপ করতে সুবিধা হবে।
মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ  আকরাম উজ্জামান বলেন,গতবার আমরা করোনার কারনে অনলাইনে ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করেছিলাম এবার সশরীরে করতে পেরেছি। প্রতি বছর মাস্টার্স অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এ আয়োজন চলবে। শিক্ষার্থীদের কাউন্সেলিং এ দক্ষ করে তোলাই হলো ট্রেনিং এর মূল লক্ষ্য।
অধ্যাপক ড.নূর মোহাম্মদ বলেন, ট্রেনিং প্রোগ্রামে অংশ নেয়া শিক্ষার্থীদের থেকে ১২ জন শিক্ষার্থীকে জবি কাউন্সেলিং সেন্টারে কাউন্সেলিং প্রদানের সুযোগ দেওয়া হবে এতে তাদের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে।
বিভাগের এমন আয়োজনে মুগ্ধ শিক্ষার্থীরা,মাস্টার্স অধ্যয়নরত শিক্ষার্থী ইফতেখার আহমেদ রিয়াদ বলেন, প্রতিবারের ন্যায় এবারো আমাদের মনোবিজ্ঞান বিভাগে বেসিক কাউন্সেলিং ট্রনিং প্রোগ্রাম আয়োজন করে। যা আসলে আমাদের  মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে সাহায্য করবে। দেখা যাচ্ছে দিন দিন মানুষের মানসিক অবস্থা বিপর্যয় হচ্ছে এবং মৃত্যু ঝুঁকি বাড়ছে, তা প্রতিরোধে কাউন্সেলিং এর বিকল্প নেই। কিভাবে তাদেরকে তাদের মানসিক অবসাদ থেকে মুক্তি দেয়া যায় এখানে আমাদের সেই বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। আমরা এখানে বেশিরভাগ সেশন করেছি প্র‍্যাক্টিক্যালি যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এত সুন্দর একটা প্রোগ্রামের জন্য আমাদের ফ্যাকাল্টি মেম্বারদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত ট্রেনিংয়ে প্রথমদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লাইফ এন্ড আর্থ সাইন্স ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার, চেয়ারপার্সন হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.মুহাম্মদ আকরাম উজ্জামান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাউন্সেলিং সেন্টার এর আহ্বায়ক ও সদ্য বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক ড. নূর মোহাম্মদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড.অশোক কুমার সাহা, অধ্যাপক ড.ফাতেমা -তু-জহুরা বিনতে জামান এবং অধ্যাপক ড.ফারজানা আহমেদ।
এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -