
তাসদিকুল হাসান, জবি প্রতিনিধি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষে সোমবার (২৭ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সংগীত বিভাগের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন সংগীত বিভাগের শিক্ষার্থীরা দলীয় এবং একক সংগীত পরিবেশন করেন। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগীত বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর আহমেদ, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সদস্যগণ।