
আন্তর্জাতিক ডেস্কঃ
২০২১ সালে সাও পাওলোর একটি চার্চে গিয়ে ৯ তরুণীকে বিয়ে করেছিলেন আর্থার ও উরসো।
সম্প্রতি মডেল জানিয়েছেন, সব স্ত্রীকে একার পক্ষে সন্তুষ্ট করা কঠিন। শারীরিক সক্ষমতার চূড়ায় থাকা চাই।
৯ তরুণীকে একই সঙ্গে বিয়ে করে কিছু দিন আগেই শিরোনামে উঠে এসেছিলেন ব্রাজিলীয় মডেল আর্থার ও উরসো। ২০২১ সালে সাও পাওলোর একটি চার্চে গিয়ে ৯ তরুণীকে বিয়ে করেছিলেন আর্থার। ঘটা করে সেই সম্পর্কের কথা ঘোষণাও করেছিলেন তিনি।
কিন্তু সুখের হল না সেই বহুগামী সম্পর্ক। বিয়ের পরই এক স্ত্রী চলে গিয়েছিলেন। সম্প্রতি ছেড়ে গিয়েছেন আরও ৪ জন।
বাকি ৪ স্ত্রীকে যাতে আর হারাতে না হয়, তার জন্য বিশেষ এক পন্থা নেওয়ার কথা ঘোষণা করলেন আর্থার।