
আজ খেলাফত মজলিস মাধবপুর উপজেলা শাখার আয়োজনে আদাঐর, আন্দিউড়া, বুল্লা, বাঘাসুরা ইউনিয়ন ও পৌরসভার বন্যার্তদের মাঝে খাদ্য ও ঈদ উপহার বিতরণ সামগ্রী বিতরণ করা হয়। উক্ত খাদ্য সামগ্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের জোন সহকারী পরিচালক ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য প্রভাষক মোঃ আব্দুল করিম, সিলেট জেলার সভাপতি মাওলানা সৈয়দ মোশাহিদ আলী, হবিগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ. সভাপতি অধ্যাপক ফিরুজুল ইসলাম চৌধুরী, হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এডভোকেট ছারোয়ার রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুফতি মাওলানা ফয়সাল তালুকদার, ইসলামী ছাত্র মজলিসের হবিগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মোঃ শাহাবুদ্দীন। সভায় মাও তাজুল ইসলাম ও আলহাজ্ব মোঃ শাহিন মিয়ার উপস্থাপনায় সভাপতিত্ব করেন খেলাফত মজলিস মাধবপরর উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহ মোঃ গিয়াস উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন মাওলানা সালাউদ্দীন সহ মজলিসের স্থানীয় নেতৃবৃন্দ ও উপস্থিত এলাকার মুরুব্বিয়ান।