হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
হবিগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ি মেরামতের জন্য চেক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন হবিগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব ইশরাত জাহান।
আজ ২৪ জুলাই ২০২২ সকালে হবিগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ি মেরামতের জন্য চেক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন হবিগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব ইশরাত জাহান। আজ হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় এ কর্মসূচির সূচনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ সাধারণ মানুষ ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ। এসময় বানিয়াচং উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বাড়িতে বাড়িতে গিয়েও চেক প্রদান করা হয়।