
হবিগঞ্জ জেলা প্রতিনিধি :
হবিগঞ্জে মোবাইল কোর্টের অভিযানের মাধ্যমে ৫টি প্রতিষ্ঠান কে ২১,০০০/= টাকা জরিমানা করা হয়।
আজ ২৫ জুলাই ২০২২ তারিখে হবিগঞ্জের শায়েস্তানগর ও উমেদনগর এলাকায় মোবাইল কোর্ট। পরিচালনা করে “ওজন ও পরিমাপ মানদন্ড আইন -২০১৮” এর ৩২(১) এর অপরাধে ৪৮ ধারায় – মেসার্স হোসেন এন্টারপ্রাইজ কে ২,০০০/= টাকা, মেসার্স মদিনা এন্টারপ্রাইজ কে ৫,০০০/= টাকা, মেসার্স সুমন এন্টারপ্রাইজকে ২,০০০/= টাকা, আউলিয়া ট্রেডার্স কে ২,০০০/= টাকা এবং অগ্রদূত ফিলিং ষ্টেশন, নবীগঞ্জ রোড, উমেদনগর হবিগঞ্জ কে ২৯ ধারা লংঘনের দায়ে ৪৬ ধারায় ১০,০০০/= টাকা সহ মোট ২১,০০০/= জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাদিয়া আক্তার। এসময় প্রসিকিউশন প্রদান করেন BSTI এর উর্ধতন পরিদর্শক জনাব মাসুদ রানা এবং এএস আই আবু হানিফ-এর নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেছে।