হাজী চাঁন্দ আলী ফাউ‌ন্ডেশ‌নের উ‌দ্যো‌গে সিলেটে খাদ‌্য সামগ্রী বিতরণ

উৎফল বড়ুয়া,ব্যুরো প্রধান, সি‌লেট

যুক্তরাজ‌্য প্রবা‌সি বি‌শিষ্ট ক‌মি‌উ‌নি‌টি নেতা গয়াছ মিয়া গয়াস এর প্রতি‌ষ্ঠিত হাজী চাঁন্দ আলী ফাউ‌ন্ডেশ‌নের সহ‌যো‌গিতায় ও যুক্তরাজ‌্য আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক এর পক্ষ থে‌কে গত শুক্রবার বিকা‌লে সিলেটের বিশ্বনাথের বেতসা‌ন্দি গ্রা‌মে ৫০০ প‌রিবা‌রের মা‌ঝে খাদ‌্য সামগ্রী বিতরণ করা হয়।

এ‌তে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলা‌দেশ সরকা‌রের মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ও আধু‌নিক সি‌লে‌টের স্বপ্নদ্রষ্টা ড.এ‌কে আব্দুল মো‌মেন এম‌পি।

বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছিলেন সি‌লেট-৩ আস‌নের মাননীয় সংসদ সদস‌্য হা‌বিবুর রহমান হা‌বিব এম‌পি। বিশ্বনাথ উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার নুসরাত জাহান ও এ‌সিল‌্যান্ট অ‌ফিসার।

এ সময় মাননীয় মন্ত্রী ম‌হোদয় ক্ষুদ্ধ হ‌য়ে ব‌লেন সি‌লেট সহ দে‌শে জেলা শহর থে‌কে গ্রাম বানভা‌সি পা‌নি‌তে মানুষ ঘরবন্দ‌ি এই অসহায় মানু‌ষের পা‌শে বঙ্গবন্ধু কন‌্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ও বাংলা‌দেশ সরকারের পাশাপা‌শি দেশ ও প্রবা‌সের অ‌নেক ভাইবন্ধু এ‌গি‌য়ে এ‌সেছেন, তি‌নি সদ‌্য লন্ডন থে‌কে প্রবা‌সি‌দের সা‌থে স্বাক্ষাত বি‌নিময় ক‌রে দে‌শে এ‌সে‌ছেন প্রবা‌সিরা যেভা‌বে দে‌শের জন‌্য কাজ কর‌ছে নি‌জের ও প‌রিবা‌রে কথা না ক‌রে দে‌শের জন‌্য যে‌ভা‌বে কাজ ক‌রে যা‌চ্ছে তা তি‌নি ভাষায় প্রকাশ কর‌তে পার‌বেন ব‌লে ব‌লেন তি‌নি স্থানীয় এলাকাবাসী‌ ও দেশবাসীর কা‌ছে প্রবা‌সি‌দের জন‌্য দোয়া কর‌তে ব‌লেন য‌দি আজ আমা‌দের প্রবা‌সিরা না থাক‌লে আমা‌দের দে‌শের আ‌রো করুন অবস্থা হ‌তো ব‌লে মন্তব‌্য ক‌রেন এবং নিরলস ভা‌বে বি‌ভিন্ন সামা‌জিক সংগঠনও কাজ ক‌রে যা‌চ্ছে।

মন্ত্রী ব‌লেন দে‌শের এই দূর সম‌য়ে কোন এন‌জিও সংস্থা বানভা‌সি মানু‌ষের পা‌শে দেখা যায়‌নি। য‌দি কোন দেশবাসী এন‌জিও সংস্থা বানভাসি মান‌ুষের সাহায‌্য কর‌তে দে‌খে তা‌কেন তা হ‌লে আমা‌কে জান‌বেন আ‌মি তা‌কে পুরুস্কার দিব। অতচ তারা বি‌দে‌শে গি‌য়ে বল‌ছে বাংলা‌দে‌শের বানভা‌সি মানুষ অসহায় প‌রিবার‌কে হাজার হাজার কু‌টি টাকা দান কর‌ছেন।

এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -